নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান আতাহারুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ আগস্ট, ২০১৪ ১৬:৩৭:৩৩
ঢাকা: সাবেক সচিব আতাহারুল ইসলামকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় নদী রক্ষা কমিশন আইন ২০১৩ এর ৫ ধারা অুনসারে সরকারের অবসরপ্রাপ্ত সচিব আতাহারুল ইসলাম জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হলো। তিনি সরকারের সচিব পযমর্যাদার বেতন কাঠামোর আওতায় কাজ করবেন। এছাড়া সাবেক অতিরিক্ত সচিব আলাউদ্দিনকে নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। তিনি অতিরিক্ত সচিবের সমান সুযোগ পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আব্দুল্লাহ হারুনকে অর্থ বিভাগে উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। আবু দাইয়ান মোহাম্মদ আহসান উল্লাহকে সিনিয়র সহকারি সচিব হিসেবে অর্থ বিভাগে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩আগস্ট/এইচআর/এএসএ/এমএম)