অতিরিক্ত সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ আগস্ট, ২০১৪ ১৯:০১:০০

ঢাকা: মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) পদে নিয়োগ পেয়েছেন। উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগে এই সচিব পদটি নতুন সৃষ্টি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মাহমুদা বেগমকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু তাহের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব, বিসিকের পরিচালক মো. জাহাঙ্গীর মোল্লা ওএসডি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মো. নুরুল করিম পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্ট্রেনথেনিং রিজনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড প্রোটেকশন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক অপরূপ চৌধুরী স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, অপারেশনস সাপোর্ট টু এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দি প্যুয়রেস্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল কুদ্দুছ ওএসডি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব রূপন কান্তি শীল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
এন.আই.এল.জির মহাপরিচালক কবির মো. আশরাফ আলম এনডিসিকে ভূমি আপীল বোর্ডের সদস্য, ভূমি আপীল বোর্ডের সদস্য মো. জাহাঙ্গীর আলম এনডিসিকে হায়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এবিএম খোরশেদ আলম এনএসবিসি সচিবালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন।
(ঢাকাটাইমস/৪আগস্ট/এমএম)