logo ০৩ মে ২০২৫
৮ ডিআইজি পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ আগস্ট, ২০১৪ ১৯:২০:২১
image


ঢাকা: পুলিশ প্রশাসনে উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদে রদবদল করা হয়েছে। সোমবার বিকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ নওশের আলীকে টেলিকমিউনিকেশন রেঞ্জে বদলি করা হয়েছে। আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিনের) ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামানকে ঢাকার নৌ পুলিশে বদলি করা হয়েছে।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলাম খানকে ঢাকার এপিবিএনে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি ডা. মোহাম্মদ সাদিকুর রহমানকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, পুলিশ সদর দপ্তরের ডিআইজি হুমায়ুন কবীরকে বরিশাল রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

ঢাকার টেলিকমিউনিকেশনের ডিআইজি মোহাম্মদ ইকবাল বাহারকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, সিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে। এছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর শহীদুল ইসলামকে ঢাকার স্পেশাল পুলিশ (এসবি) এর ডিআইজি করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এএ/এমআর/ঘ.)