logo ০৩ মে ২০২৫
যুগ্মসচিব পদে বড় ধরনের রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ আগস্ট, ২০১৪ ১৭:৪৫:০৯
image


ঢাকা:  পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্মসচিব এম এ মান্নান হাওলাদার বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন (মিল্কভিটা)-এর ব্যবস্থাপনা পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম বিজেএমসির পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব, বিদ্যু বিভাগে সংযুক্ত) সাসটেনাবেল এন্ড রিনেওএবেল এ্যানার্জি ডেভেলপমেন্ট অথরিটির সদস্য (জ্বালানী দক্ষতা ও সংরক্ষণ), বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক শেখ রফিকুল ইসলাম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব খন্দকার আতিয়ার রহমান নিপোর্টের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্মসচিব মো. আশরাফ আলী বাণিজ্য মন্ত্রণালয়ের এ্যাগ্রিবিজনেস ফর ট্রেড কমপেটিটিভনেস প্রোজেক্ট (এটিসিপি) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এ কে এম খায়রুল আলম বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক, মংলা বন্দরে আধুনিক সুবিধাদিসহ ৫০,০০০ মে: টন ধারণক্ষমতা সম্পন্ন কনক্রিট গ্রেইন সাইলো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. গাজীউর রহমান খাদ্য মন্ত্রণালয়ের মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস প্রোজেক্ট (এমএফএসপি) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) আনিছ আহমেদ প্রতিযোগিতা কমিশন সচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মোছা: হাজেরা খাতুন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফায়কুজ্জামান চৌধুরী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, ভূমি মন্ত্রণালয়ে আদেশাধীন যুগ্মসচিব মো. মনিরুজ্জামান বাংলাদেশ ক্ষুদ্্র ও কুটির শিল্প কর্পোরেশনের পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) বিকাশ চন্দ্র সাহা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) ফয়জুল লতিফ চৌধুরী জাতীয় যাদুঘরের মহাপরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. কায়সারুল ইসলাম সাভারস্থ বিপিএটিসির এম ডি এস, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক বেগম রীনা পারভিন বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের জিএম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্মসচিব তপন কুমার ঘোষ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।



 



বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের জিএম ধীরেন্দ্র চন্দ্র দাশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য মো. এনামুল হক স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), বিএফআইডিসির জিএম মো. মাহবুব উল ইসলাম অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক অমৃত বাড়ৈ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে যুগ্মসচিব হিসেবে বদলির আদেশাধীন গৌতম কুমার ঘোষ তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার জীবন কুমার চৌধুরী বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্প পরিচালক কাজী জেবুননেছা জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মো. ওয়াজেদ আলী বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত) সৈয়দা শাহানা বারী প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক চন্দ্রনাথ বসাক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), নিপোর্টের পরিচালক মো. মুনীর চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. আব্দুল জলিল বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), বাংলাদেশ বেতারের পরিচালক মো. জয়নাল আবেদীন মোল্লা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্মসচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের পরিচালক মো. শফিকুল ইসলাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত) কর্মকর্তা কাজী ওবায়দুর রহমান পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।



 



টেম্পল বেইস্ট চাইল্ড এন্ড ম্যাস এডু. প্রোগ্রামের প্রকল্প পরিচালক স্বপন কুমার বড়ালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে নিয়োগপূর্বক ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মশিউর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।



 



এছাড়া পৃথক আদেশে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক মো. ফারুক আহমেদকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহারপূর্বক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব পদে পদায়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-৩ শাখায় ন্যস্ত করা হয়েছে।



 



গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক ফরিদ আহমদ গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন।



 



রাজশাহীস্থ পবার উপজেলা নির্বাহী অফিসার রাজ্জাকুল ইসলাম বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে নিয়োগ পেয়েছেন। সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব আবু কায়সার খান শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।



 



বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস (গবেষণা ও উপদেশনা) বনিক গৌর সুন্দর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রকিউরমেন্ট ট্রেনিং এন্ড ইনস্টিউশনালাইজেশন শীর্ষক প্রকল্পের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন।



 



অবসরপ্রাপ্ত চীফ কনসালটেন্ট (এনেস্থেশিয়া) ডা: মোরশেদুল আজম রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ঢাকার চীফ কনসালটেন্ট (এনেস্থেশিয়া) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তিনি ২ বছরের জন্য এ নিয়োগ পেয়েছেন। অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা: এ কে এম নিজাম উদ্দিন রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ঢাকার সুপারিনটেনডেন্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তিনি ২ বছরের জন্য এ নিয়োগ পেয়েছেন।



 



কুড়িগ্রাম চিলমারীর উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিবকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। পঞ্চগড় বোদার উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশিদকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।



 



বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. আবু আউয়ালকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাসুম আহমেদকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।



স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শহীদ মোহাম্মদ সাইদুল হককে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ রোবায়েত খানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.জেড.এম শারর্জিল হাসানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/৫আগস্ট/এমএম)