বিদেশে কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে ৯ জনকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ আগস্ট, ২০১৪ ১৫:১৭:০৪

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) সুপ্রিয় কুমার কুণ্ডুকে সুইজারল্যান্ডের জেনেভায় ইকোনোমিক মিনিস্টারে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব মোহাম্মদ হাসান আরিফকে জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত কর্মকর্তা শেখ আক্তার হোসেনকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব ড. সৈয়দ মাসুম আহম্মদকে জার্মানির বার্লিনে কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে বদলি করা হয়েছে, অর্থ বিভাগের উপ-সচিব মাহফুজুল আলম খানকে চীনের বেইজিংয়ে কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে বদলি করা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশনের উপ-সচিব ড. একেএম রফিক আহমেদকে দুবাই কমার্শিয়াল কাউন্সিলর, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব ড. আশরাফুল ইসলাম বাবুলকে রাশিয়ার মরক্কোতে কমার্শিয়াল কাউন্সিলর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ এর পরিচালক নাভিল শফিউল্লাহে স্পেনের মাদ্রিদে কমার্শিয়াল কাউন্সিলর, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামকে ভারতের কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন কার্যালয়ে প্রথম সচিব (বাণিজ্য) হিসেবে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৭আগস্ট/এমএম)