logo ০৩ মে ২০২৫
সচিব হলেন সাত কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ আগস্ট, ২০১৪ ১৬:৪৬:৩০
image


ঢাকা:  জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলামকে নির্বাচন কমিশন কার্যালয়ের সচিব করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে



এ ছাড়া খন্দকার মো. ইফতেখার হায়দারকে রেক্টর হিসেবে সাভারের বিপিএটিসিতে বদলি করা হয়েছে। ইকবাল খান চৌধুরীকে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।



এছাড়া  গোলাম রব্বানীকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে, এসএম গোলাম ফারুককে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে, ড. সেলিনা আফরোজকে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে, নাছিমা বেগমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।



(ঢাকাটাইমস/৭আগস্ট/এইচআর/এমএম)