পাসপোর্ট অধিদপ্তরের ডিজির মেয়াদ বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ আগস্ট, ২০১৪ ২০:২১:২৯
ঢাকা: পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিসহ ছয় জনের চুক্তি ভিত্তিক চাকরির মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।
যাদের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে তারা হলেন-পাসপোর্ট অধিদপ্তরের ডিজি আবদুল মাবুদ, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. দীন মো. নূরুল হক এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক এক কর্মকর্তাসহ বেশ কয়েকজনের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।
এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খানকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ দেয়ার জন্য রাষ্ট্রপতির কার্যালয়ে এ সংক্রান্ত সার-সংক্ষেপ পাঠানো হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সার-সংক্ষপে সই করেছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।
(ঢাকাটাইমস/১৮ আগস্ট/এইচআর/এজে)