মাগুরায় নতুন ডিসি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ আগস্ট, ২০১৪ ১৭:০০:৩৫
ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মাহবুবুর রহমানকে মাগুরার জেলা প্রশাসক করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
এছাড়া পৃথক আরেক আদেশে জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিতোষ হাজরাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স কলেজের রিসার্স কো-অর্ডিনেটর হিসেবে বদলি করা হয়েছে। কিশোরগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরুজ্জামানকে স্থানীয় সরকার বিভাগে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
পৃথক আরেক আদেশে বরিশালের সহকারী কমিশনার(ভূমি) তৌহিদ-বিন-হাসানকে ঢাকায় ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/এমএম)