পুলিশ প্রশাসনে ২৮ কর্মকর্তার রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ আগস্ট, ২০১৪ ২১:১৮:২৩

ঢাকা: পুলিশ প্রশাসনে ২৭ কর্মকর্তাকে রদবদল ও এক জনকে পদোন্নতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ.শ.ম ইমদাদুদ দস্তগীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
মেহেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) এ.কে.এম নাহিদুল ইসলামকে রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) করা হয়েছে। কুড়িগ্রাম জেলার এসপি সঞ্জয় কুমার কুন্ডুকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিসি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মফিজ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি, জয়পুরহাটের এসপি মোহাম্মদ হামিদুল আলমকে মেহেরপুরের এসপি করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ডিসি প্রলয় সিচিমকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়েছে। সিলেট ডিআইজি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানকে আরআরএফ সিলেটের এসপি করা হয়েছে।
এছাড়া ডিএমপির ডিসি আবিদ হোসেনকে পিরোজপুরের এসপি, কক্সবাজারের এসপি মোহাম্মদ আজাদ মিয়াকে ঢাকার বিশেষ পুলিশ শাখার (এসবির) পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের এসপি ফয়সাল মাহমুদকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিসি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মোহাম্মদ তবারক উল্লাহকে কুড়িগ্রামের এসপি, রাজবাড়ির এসপি মোহাম্মদ রেজাউল হককে ফেনীর এসপি, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) তাপতুন নাসরীনকে রাজবাড়ির এসপি, ফেনীর পরিতোষ ঘোষকে এসএমপির ডিসি, গাজীপুরের এসপি আব্দুল বাতেনকে ডিএমপির ডিসি, ঢাকা ডিআইজি রেঞ্জে অফিসের এসপি মোহাম্মদ শওকত আলীকে বরগুনা জেলার এসপি করা হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল আমিনকে সিএমপির ডিসি, ডিএমপির উপ-কমিশনার জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের(কেএমপি) ডিসি, ঢাকার বিশেষ পুলিশ শাখার (এসবির) এসপি বিপ্লব বিজয় তালুকদারকে মুন্সীগঞ্জের এসপি, ডিএমপির ডিসি মোহাম্মদ হারুন অর রশীদকে গাজীপুরের এসপি, সিএমপির এসপি এজাজ আহমেদকে ঢাকার বিশেষ পুলিশ শাখার (এসবির) এসপি, সিএমপির এসপি মোহাম্মদ আব্দুল কাদেরকে নড়াইলের এসপি, পিরোজপুরের এসপি এস.এম আক্তারুজ্জামানকে ডিএমপির ডিসি, ডিএমপির ডিসি জয়দেব কুমার ভদ্রকে হবিগঞ্জের এসপি, ডিএমপির ডিসি মোহাম্মদ আবুল কালাম জয়পুরহাটের এসপি, ঢাকার বিশেষ পুলিশ শাখার (এসবির) বিশেষ পুলিশ সুপার (এসপি) আব্দুর রহিম শাহ চৌধুরীকে ঠাকুরগাঁওয়ের এসপি, বরগুনা জেলার এসপি শ্যামল কুমার নাথকে কক্সাবাজারের এসপি, ডিএমপির ডিসি মোল্লা নজরুল ইসলামকে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) ডিসি পদে বদলি করা হয়েছে।
অপরদিকে রংপুর পুলিশ ট্রেনিং কলেজের পিটিসি অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে পটুয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/এএ/এমএম/এআর)