৮ জেলা-দায়রা জজকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ আগস্ট, ২০১৪ ২০:১৭:১৬

ঢাকা : বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের আটজন কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল হতে বদলি করেছে আইন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
এদিকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইবুনাল, ঢাকা এর সদস্য নুরুল ইসলাম খানকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা, ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হককে বরিশালের জেলা ও দায়রা জজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, ঢাকা এর রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ, সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. ওবায়দুস সোবহানকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ, নাটোরের জেলা ও দায়রা জজ মো. জাহিদুল ইসলামকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ, বাগেরহাটের জেলা ও দায়রা জজ এস এম সোলায়মানকে ঝালকাঠির জেলা ও দায়রা জজ, রংপুরের বিশেষ জজ মো. রবিউল হাসানকে মেহেরপুরের জেলা ও দায়রা জজ এবং পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর বিচারক মো. সফিকুল ইসলামকে প্রেষণে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা এর পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৯আগস্ট/এমএম)