logo ০২ মে ২০২৫
মাঠ প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ আগস্ট, ২০১৪ ১৭:২৫:৩৩
image


ঢাকা: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. হেলাল উদ্দিনকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলামকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

ঢাকার ডিপার্টমেন্ট অফ মেরিন ট্রান্সপোর্টের স্পেশাল অফিসার মেরিন সেফটি, মো. সাইফুল হাসানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আসাদুজ্জামানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার বেগম ইশরাত জাহানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-৩ অধিশাখায় ন্যস্ত করা হয়েছে।

নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম মোস্তফাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-৩ অধিশাখায় ন্যস্ত করা হয়েছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাঈদ মোল্লাকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার মো. সাদেকুর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১ আগস্ট/এজে)