logo ০২ মে ২০২৫
পাবলিক পরীক্ষার আইন সংশোধনে মতামত গ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ আগস্ট, ২০১৪ ১৭:২৭:৪৮
image

ঢাকা: শিক্ষা মন্ত্রণালয় দেশের পাবলিক পরীক্ষাসমূহ পরিচালনা, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা সম্পর্কিত অন্যান্য অপরাধ প্রতিরোধের জন্য বিদ্যমান আইন (The Public Examinations (Offences) Act 1980 (Amended-1992) সংশোধনের উদ্যোগ নিয়েছে।


বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে  বলা হয়েছে, আইন সংশোধন প্রক্রিয়া অধিকতর যথযথ করার জন্য এ বিষয়ে সংশ্লিষ্ট সব মহলের পরামর্শ ও মতামত গ্রহণের লক্ষ্যে বিদ্যমান আইনটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে।


বিজ্ঞজনদের পরামর্শ ও মতামত আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৪-এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ই-মেইল ([email protected]) অথবা হার্ড কপি সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে। বিজ্ঞজনদের মতামত পাওয়া গেলে তা পরীক্ষা-নিরীক্ষা করে শিগগির ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


(ঢাকাটাইমস/২১আগস্ট/এইচআর/এএসএ)