মাঠ প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ আগস্ট, ২০১৪ ১৮:০২:৩১
ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মুহা. মাহবুবর রহমানকে মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আ. বারেক মোড়লকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ন্যস্ত করা হয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা পদে প্রেষণে কর্মরত মো. মাহবুবুর রহমানকে বর্তমান পদ হতে প্রত্যাহার করে নিজ কর্ম-অধিক্ষেত্রে প্রত্যাবর্তনের নিমিত্ত অর্থ বিভাগে প্রত্যার্পণ করা হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪ আগস্ট/এজে)