logo ০১ মে ২০২৫
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ড. জিয়াউল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ আগস্ট, ২০১৪ ১৭:৫৫:০৭
image

ঢাকা: সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলির আদেশাধীন) মো. মোয়াজ্জেম হোসেনকে ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) ড. জিয়াউল আবেদীনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব পারভেজুর রহমানকে সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৮ আগস্ট/এজে)