logo ০১ মে ২০২৫
প্রশাসনে তিন নতুন সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ আগস্ট, ২০১৪ ১৭:১৬:৫৩
image

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিনজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এরা হলেন মো. আশরাফ হোসেন, একেএম আমির হোসেন ও ফখরুল ইসলাম।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।


এদের মধ্যে প্রথম দুজনকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় যথাক্রমে নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের সচিব হিসেবে তাদের পূর্ব কর্মস্থলেই রাখা হয়েছে।

মো. আশরাফ হোসেনকে অতিরিক্ত সচিব পদমর্যদায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রাখা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।



(ঢাকাটাইমস/২৬আগস্ট/এইচআর/এমএম)