উপসচিব পদে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৪ ১৮:১১:৫৯

ঢাকা: প্রশাসনের ১৬ জন উপসচিবকে বদলি করা হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) বেগম নাজমা মোবারককে অর্থ বিভাগে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করে।
আদেশে ডিএমটিআইবিএফের উপ-প্রকল্প পরিচালক মো. মোকাম্মেল হককে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কাজী নাজির হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা অসীম কুমারদেকে জাতীয় গ্রন্থ কেন্দ্রে সংযুক্ত, সুশান্ত কুমার কুন্ডুকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে। ওএসডি কর্মকর্তা মো. মাসুমুর রহমানকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা বালাই কৃষ্ণকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
এছাড়া ওএসডি কর্মকর্তা (উপসচিব) এস এম ফজলুল কমির চৌধুরীকে অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার করে দুযোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) অতিরিক্ত পরিচালক ভুইয়া মো. আ্তাউর রহমানকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক করা হয়েছে। ওএসডি কর্মকর্তা মো. মহিবুল রহমানকে বাংলাদেশ জাতীয় সংসদের পরিচালক করা হয়েছে। মৎস ও প্রাণী সম্পদ বিভাগের উপসচিব আব্দুস ছাত্তারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-প্রকল্প পরিচালক করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা হেমায়ত উদ্দিনকে বেগমগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারং কলেজে উন্নতকরণ প্রকল্পের পরিচালককে বদলি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যস্থ করা হয়। জাতীয় মহিলা সংস্থার উপসচিব খালেদ আবু নাছেরকে ট্যারিফ কমিশনের যুগ্মপ্রধান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাসকে বিপিটিসির পরিচালক করা হয়েছে।
বিসিসি পরিচালক (প্রশিক্ষন) ড, জাহাঙ্গীর আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন তিন শাখায় এবং চট্রগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলমকে চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক করে নৌ পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
(ঢাকাটাইমস/ এইচআর/ এইচএফ/ ১৮.১০ঘ.)