logo ০১ মে ২০২৫
শিক্ষা ও রেল মন্ত্রণালয়ে আসছে নতুন সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৪ ২০:২১:২৮
image

ঢাকা: আগামী সপ্তাহে শিক্ষা ও রেলপথ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হচ্ছে। সেপ্টেম্বরের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ সাদিক ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে।  এই জন্যই পরিবর্তন আসছে পদ দুটিতে।


শিক্ষা সচিব মুহম্মদ সাদিক ১৮ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। ১৯৮২’র নিয়মিত ব্যাচের এ কর্মকর্তা ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। সুনামগঞ্জের এ কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। কবি হিসেবেও খ্যাতি রয়েছে মুহম্মদ সাদিকের।


তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিয়াম (বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অব ম্যানেজমেন্ট ফাউন্ডেশন) মহাপরিচালক, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।


বর্তমান সচিবদের মধ্য থেকে দক্ষ কাউকে শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অপরদিকে কোনো অতিরিক্ত সচিবকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।


রেলপথ সচিব আবুল কালাম আজাদ ১২ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। ১৯৮২’র বিশেষ ব্যাচের এ কর্মকর্তা ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার জেলা মাগুরা। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।


পরিবেশ ও বনসচিব শফিকুর রহমান পাটোয়ারী রবিবার (৩১ আগস্ট) পিআরএলে গেছেন। ইতোমধ্যে নতুন পরিবেশ ও বন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান। রবিবার সচিবালয়ে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দেওয়া হয় তাকে।


জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ইকবাল মাহমুদ ২৯ নভেম্বর, স্বাস্থ্যসচিব নিয়াজউদ্দিন মিয়া ৩০ ডিসেম্বর, ওএসডি সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী ৩০ অক্টোবর অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন।


(ঢাকাটাইমস/ ৩১ আগস্ট/ এইচআর/ এইচএফ/ ২০.২০ঘ.)