logo ১৫ মে ২০২৫
৫ মাসের চাকরির বৈধতা পেলেন জেনারেল মাসুদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ সেপ্টেম্বর, ২০১৪ ২০:৩৭:০৬
image

ঢাকা:  অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার লে. জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরীকে ৩০ ডিসেম্বর ২০১৩ থেকে ০৭ মে ২০১৪ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ ভূতাপেক্ষভাবে অনুমোদন করা হয়েছে।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


তার নিয়োগের মেয়াদ শেষ হয়েছিলো ২০১৩ সালের ২৯ ডিসেম্বর। কিন্তু তিনি ০৭ মে ২০১৪ পর্যন্ত নতুন নিয়োগ ছাড়াই কাজ করেছেন।


এদিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এ এস এম হাসান-আল-আমিনকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে এবং মুহাম্মদ মাহবুবুল হককে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


ঢাকাস্থ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের উপ-পরিচালক মিজ্ ফেরদৌসী বেগম ‘Revitalization of Community Health Care Initiatives in Bangladesh (RCHCIB)’ শীর্ষক প্রকল্পের কমিউনিকেশন অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।


(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এইচআর/এমএম)