logo ১৫ মে ২০২৫
১০ যুগ্ম সচিব পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ সেপ্টেম্বর, ২০১৪ ২০:৫৮:৫১
image

ঢাকা: প্রশাসনের ১০ যুগ্ম সচিব পদে রদবদল করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত্র আলাদা আদেশ জারি করে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) হাবিবুর রহমানকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সচিব করা হয়েছে। আর যুগ্ম সচিব ফারুক হোসেনকে আইএমইডির সিপিডটিইউর মহাপরিচালক এবং যুগ্ম সচিব জিয়া হাসান ইবনে আহাম্মেদকে বিআইডব্লিউটিএর সদস্য (প্রকৌশল) করা হয়েছে। এছাড়া ফকির ফিরোজ আহম্মেদকে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড পলিসি সাপোর্ট প্রোগ্রামের প্রকল্প পরিচালক করা হয়েছে।


স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আখতার হোসেনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ট্রেড পলিসি সাপোর্ট প্রোগ্রামের প্রকল্প পরিচালক ফজলুল হককে ব্যা্ংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব করা হয়েছে। বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের উপ-পরিচালক আবু ইউসূফকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) ফজলুর রহমানকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।


ময়মনসিংহের জেনারেল সেটেলমেন্ট কর্মকর্তা সাইদুর রহমান খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে। 


(ঢাকাটাইমস/ ১০সেপ্টেম্বর/ এইচআর/ এমএম/ জেডএ.)