logo ১৫ মে ২০২৫
১৮ সহকারী ভূমি কমিশনারকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ সেপ্টেম্বর, ২০১৪ ১৯:৫৮:০২
image

ঢাকা: ১৮ সহকারী ভূমি কমিশনারকে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।


যশোর সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার মনিরা পারভীনকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়েছে।


দিনাজপুরের বিরল উপজেলার সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়েছে।


ঢাকার দোহার উপজেলার সহকারী ভূমি কমিশনার বেগম সুরাইয়া জাহানকে প্রেষণে চার্জ অফিসার হিসাবে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ নাসির উল্লাহ খানকে বিআরটিএ-এর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।


গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার নাজমুল ইসলাম ভূঁইয়াকে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট করে স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে।


রংপুরের পীরগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার রাশেদুল ইসলামকে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট করে স্থানীয় সরকার বিভাগে ন্যাস্ত করা হয়েছে।


এছাড়াও আরো ১২ সহকারী ভূমি কমিশনারকে সাত বিভাগে বদল করার প্রস্তাবনা দেওয়া হয়েছে।


(ঢাকাটাইমস/এইচআর/এমআর)