logo ১৫ মে ২০২৫
উপ-সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ সেপ্টেম্বর, ২০১৪ ১৮:২৫:৪৯
image

ঢাকা: পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব এটি এম সিদ্দিকুর রহমানকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব নিশ্চিত কুমার পোদ্দারকে স্থানীয় সরকার বিভাগের পরিচালক পদে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।


এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ সচিব জিয়াউদ্দিন আহমেদকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণায়ের উপসচিব মো. মনিরুজ্জামানকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার শকুনিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, শিল্পমন্ত্রণালয়ের উপসচিব অসীম কুমার বালাকে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ে, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (উপ-সচিব) এস এম রেজাউল মোস্তাফা কামালকে শিল্পমন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু ফজল মো. রাফি উদ্দিনকে বেসামরিক বিমান ও পযর্টন মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদুর রহমানকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে, বেগম শামীম আরা খাতুনকে পানিসম্পদ মন্ত্রণালয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মহিবুল রহমানকে অর্থনৈতিক বিভাগের উপসচিব হিসেবে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এইচআর/ ঘ.)