পাচঁ সিনিয়র সহকারী সচিবকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ সেপ্টেম্বর, ২০১৪ ১৬:৫৫:১৭
ঢাকা : প্রশাসনের পাচঁ সিনিয়র সহকারী সচিবকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রাণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
ওই আদেশনামা থেকে জানা যায়, সচিবালয় শাখায় ন্যস্ত আল মামুন মুর্শেদকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ পরিচালক মো. মাহববুল আহসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফিরোজ সরকারকে ভুমি সংস্কার বোর্ডের সহকারী ভুমি কমিশনার করে তার চাকরি ভুমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোহম্মদ রাশেদুল হোসেনকে সহকারী নিয়ন্ত্রক (সিসিএ) করে তথ্য প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়।
চট্রগ্রাম সীতাকুন্ডের সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আল মামুনকে চট্রগ্রাম পানি সরবরাহ ও পয়:নিস্কাশন কর্তৃপক্ষের প্রধান রাজস্ব কর্মকর্তা করা হয়েছে।
(ঢাকাটাইমস/এইচআর/এমএটি)