logo ২৫ মে ২০২৫
আগামী জুলাই থেকে নতুন স্কেলে বেতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৪ ১৪:৫৬:১৩
image


ঢাকা: সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে-কমিশনের সুপারিশ আগামী বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।মঙ্গলবার সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।অর্থমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে পে-কমিশনের রিপোর্ট পাবো। রিপোর্ট যদি সাদা-মাটা হয় তাহলে বাস্তবায়নে বেশি দেরি হবে না, কিন্তু যদি সংস্কার করতে হয় তাহলে কিছুটা সময় লাগবে। সেক্ষেত্রে চলতি অর্থবছরে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে কি না সেটা বলা যাচ্ছে না।তিনি বলেন, তবে পে-কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে দেরী হলেও সেটা আগামী অর্থবছর থেকেই কার্যকর করা হবে।আইএমএফ-এর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বর্ধিত ঋণ সহায়তা (ইসিএফ) -এর মেয়াদ আমরা বাড়াতে চাই না। কারণ এর  প্রয়োজন নেই। তবে এর পরিবর্তে নতুন করে তাদের সঙ্গে অন্য কোনো কর্মসূচি চালু করা যেতে পারে।তিনি আরো জানান, বিশ্বব্যাংক বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে। চুক্তি হয়ে গেলে আগামী অর্থবছরে এটা ব্যবহার করা হতে পারে।



(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/ এইচআর/ জেডএ.)