logo ১৪ মে ২০২৫
কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শকের নিয়োগের মেয়াদ বাড়ল দুই বছর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৪ ১৫:০৭:৫৯
image

ঢাকা: কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. গোলাম হায়দারের চুক্তিভিক্তি নিয়োগের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়েছে, পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরুপ শর্তে ১৬ সেপ্টেম্বর যোগদানের তারিখ থেকে তা কার্যকর হবে।


এছাড়া চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আমিনুর রহমানকে এবং ফেনী জেলা প্রশাসকের কাযালয়ের সহকারী কমিশনার মো. শরীফুল আলম তানভীরকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।


এছাড়া বিসিএস প্রশাসনের পাচঁ সহকারী কমিশনারকে পাঁচ জেলায় ন্যস্ত করা  হয়েছে। এরা হলেন, মুহাম্মদ হাবিবুল আলমকে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে, মোছা. জেসমিন আক্তার বানুকে রংপুরে, মো. নাকিব হাসান তরফদারকে মাগুরায়, মোছা. নাসরিন বানুকে মাগুরা এবং মো. আব্দুল কাদির মিয়াকে ফেনী জেলায় দেওয়া হয়েছে।


(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/ এইচআর/ জেডএ.)