ওয়াহিদুজ্জামানের সনদ স্থগিত ৪ সচিবের বাতিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইামস
২২ সেপ্টেম্বর, ২০১৪ ১৫:৩২:৫৮
ঢাকা: অভিযুক্ত পাঁচ সচিবের মধ্যে চারজনের মুক্তিযোদ্ধার সনদ বাতিলে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আর একজনের সনদ স্থগিত করা হয়েছে।
সোমবার বিকেলে চারজনের সনদ বাতিল ও একজনের সনদ স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাতিল হওয়া চার সচিব হলেন, স্বাস্থ্য সচিব নিয়াজউদ্দিন মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিবকে (ওএসডি) এইচ মাসুদ সিদ্দিকী ও যুগ্ন-সচিব (ওএসডি) আবুল কাশেম তালুকদার, সরকারি কর্মকমিশনের সচিব এ কে আমির হোসেন। আর সনদ স্থগিত হওয়া সচিব হলেন- প্রাইভেটাইজেশন বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান।
গত ১৪ সেপ্টেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুক) বৈঠকে পাচঁ সচিবের সনদ বাতিলের সিদ্ধান্ত হয়। এদের মধ্যে চারজনের সনদ বাতিল করে ও একজনের সনদ স্থগিত করেন প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এইচআর/এমএম)