logo ১৪ মে ২০২৫
কামরুজ্জামানকে এনএসআইয়ের উপপরিচারক পদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৪ ১৭:২৯:২৫
image

ঢাকা: বাংলাদেশ সেনাবাহীর কর্মকর্তা লে: কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান খানকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) উপ-পরিচারক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) মেজর আবু সাঈদ মোহাম্মদ রায়হানকে প্রত্যাবর্তন করে তার চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।


একইসাথে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ জরিপ অধিদপ্তরে সহকারী সার্ভে সুপার পদে প্রেষণে কর্মরর্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মোহাম্মদ মঈনুল ইসলামকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এইচআর/এমএম)