পে স্কেল বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা কর্মচারী সমিতির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৪ ১৫:৫২:১৮

ঢাকা: চলতি বছরের জুলাই থেকে নতুন বেতন স্কেল কার্যকর না হলে সারাদেশে আন্দোলনে নামবে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি।
সমিতির দাবি, আগামী ৬ ডিসেম্বরের মধ্যে নতুন বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে। তা না হলে সারাদেশে সভা-সমাবেশসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে কর্মচারী সমিতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান। সম্মেলনে উপস্থিত ছিলেন, কার্যকরী সভাপতি আব্দল কাদের ও মহাসচিব লুৎফর রহমান প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৯ সালে জাতীয় বেতন কমিশন সুপারিশ বাস্তবায়নের পর গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মুল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এজন্য অবিলম্বে নতুন বেতন স্কেল বাস্তবায়নের প্রয়োজন।
কর্মসুচিগুলো হলো, আগামী ১২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কর্মচারী গণসংযোগ, সভা সমাবেশ এবং বিভিন্ন দপ্তরে দাবি সম্বলিত ব্যানার প্রর্দশন, ২৬ অক্টোবর প্রধানমন্ত্রীকে স্বারকলিপি প্রদান, ২৯ অক্টোবর থেকে ২০ নভেম্বর পযন্ত দেশব্যাপি বিভাগীয় শহরে সভা-সমাবেশ ও ২২ নভেম্বর ঢাকায় মানববন্ধন কর্মসুচি পালন।
এছাড়া এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ ডিসেম্বর ঢাকায় কর্মচারী মহাসমাবেশের মাধ্যমে আন্দোলনের কর্মসুচি ঘোষণা করা হবে।
(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এইচআর/এএসএ)