logo ১৪ মে ২০২৫
রানী পারভীনকে জিএম পদে সমবায় ব্যাংকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৪ ১৯:০১:১৬
image

ঢাকা:পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক যুগ্নসচিব বেগম রানী পারভীনকে বদলী পুর্বক বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের জিএম পদে প্রেষণে নিয়োগ দিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।


আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি  করা হয়েছে।


এছাড়া স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দা ফারহানা কাউনাইনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে।


শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) কাজী শাহজাহানকে পরিকল্পনা কমিশনের সদস্যের একান্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। 


বস্ত্র পরিদপ্তরের পরিচালক যুগ্নসচিব মিজানুর রহমানকে বদলিপুর্বক বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের পরিচালক পদে বদলি করা হয়েছে।


পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক যুগ্নসচিব বেগম রানী পারভীনকে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।


(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এইচআর/এআর/ ঘ.)