শিক্ষা ক্যাডারে ৪৩ জনকে পদায়ন
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৩ অক্টোবর, ২০১৪ ১৯:২৭:৩৫
ঢাকা: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৪৩ জনকে পদায়ন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক পদে পদোন্নতি পেয়েও সহযোগী অধ্যাপক পদে থাকা (ইন সি টু) এবং পদায়ন না হওয়ায় অন্যরাও পদোন্নতি পাচ্ছিল না।
এতে আরো ৪৩ জনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া যাবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/এইচআর/এআর/ ঘ.)