logo ১৪ মে ২০২৫
ভারতের নতুন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ অক্টোবর, ২০১৪ ১৫:২৯:০৫
image

ঢাকা: সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীকে ভারতে বাংলাদেশের হাই কমিশনার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করা হয়েছে। আগামী তিন বছরের জন্য মোয়াজ্জেমকে ওইপদে চুক্তিতে নিয়োগ দেয়া হয়।


মোয়াজ্জেম মন্ত্রিপরিষদ বিভাগ প্রদত্ত পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।


এছাড়া ইংরেজি দৈনিক নিউ এজ’র চিফ এডিটর (ডিপ্লাম্যাট অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স) শামীম আহমেদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার হিসাবে নিয়োগ পেয়েছেন।


অন্যসব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে শামীমকে আগামী দুই বছরের জন্য ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।


(ঢাকাটাইমস/১৬ অক্টোবর/ এইচআর/ জেডএ.)