logo ১৪ মে ২০২৫
শিক্ষা ক্যাডারে আরও ৩৬৬ জনের পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ অক্টোবর, ২০১৪ ২২:০৪:২৪
image

ঢাকা: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক পর্যায়ে বিভিন্ন বিষয়ের ৩৬৬ জনকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, ২০০৯ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী তারা বেতনপ্রাপ্য হবেন। পদোন্নতি প্রাপ্যদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আদেশে সোমবারের তারিখ উল্লেখ করে তাদের পদায়নও করা হয়েছে। এদের অধিকাংশই শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে সোমবার অধ্যাপক পদে পদোন্নতি পেয়েও সহযোগী অধ্যাপক পদে থাকা (ইন সি টু) ৪৩ জনের পদায়ন করা হয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পরবর্তীতে সহকারী ও সহযোগী অধ্যাপক পদে আরো পদোন্নতি আসবে। 

এর আগে গত ২ অক্টোবর পদোন্নতির যোগ্যদের একটি তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।


(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এআর/ ঘ.)