logo ১৪ মে ২০২৫
কালচারাল অফিসারদের জেলায় পাঠানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ অক্টোবর, ২০১৪ ১৭:৫৯:১৪
image

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমীর অধীনে জেলা কালচারাল অফিসারদের ৭ দিনের মধ্যে জেলা শিল্পকলা একাডেমীতে পদায়ন করার নির্দেশ দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।


সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের অনুমোদিত একটি চিঠি গত বুধবার শিল্পকলা একাডেমীর মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধিশাখা-৭ এর উপসচিব ফাহমিদা আখতার চিঠিটি পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন।


সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো এ চিঠির স্মারক নং- সবিম/শা.৭/বাশিএ-০২/২০০৪(অংশ-২)/৪৭১।


চিঠিতে উল্লেখ করা হয়েছে- ‘জানানো যাচ্ছে যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর অধীনস্থ জেলা শিল্পকলা একাডেমীর জন্য কালচারাল অফিসার নিয়োগ করা হয়েছে। যে সকল জেলায় কালচারাল অফিসারদের পদ শূন্য রয়েছে সে সকল জেলায় কালচারাল অফিসারদের আগামী ৭ দিনের মধ্যে পদায়ন করে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য যথানির্দেশ অনুরোধ করা হলো।’


(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এমএম)