logo ১৪ মে ২০২৫
চার সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৬ অক্টোবর, ২০১৪ ১৫:৩২:৫৩
image

ঢাকা:  শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে গৃহায়ণ ও গণপূর্ত সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।


আর প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য মো. মোশাররফ হোসেন ভূইয়াকে শিল্প মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


গৃহায়ণ ও গণপূর্ত সচিব গোলাম রব্বানী আগামী ২৬ অক্টোবর অবসোরত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।


আলাদা আদেশে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফখরুল ইসলামকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।


এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পবন চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান করা হয়েছে।


(ঢাকাটাইমস/ ১৬ অক্টোবর/ এইচআর/ জেডএ.)