খুলনা বিভাগীয় কমিশনার পদে বদলী
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২০ অক্টোবর, ২০১৪ ১৭:০৬:০৭
ঢাকা: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুস সামাদকে খুলনা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) মো. নিজাম উদ্দীন আহমেদকে তথ্য কমিশনার প্রফেসর খুরশীদা বেগমের একান্ত সচিব করা হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেগম তাহসিনা নাসরীনকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০ অক্টোবর/ এইচআর/ জেডএ.)