logo ১৩ মে ২০২৫
শেরে বাংলানগর থানার নতুন ওসি গণেশ গোপাল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২২ অক্টোবর, ২০১৪ ১৯:৩৭:৩৭
image


ঢাকা: শেরে বাংলা নগর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা পরিদর্শক গণেশ গোপাল বিশ্বাস। বুধবার বিকালে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন।

তেজগাঁও অঞ্চলের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন গাড়ি চালককে সন্ত্রাসী বানিয়ে তাঁর পায়ে গুলি করার ঘটনায় বুধবার দুপুরে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোমিনকে দায়িত্ব অবহেলার কারনে প্রত্যাহার করা হয়।এবং উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকাটাইমস/২২অক্টোবর/এএ