পুলিশের ডিআইজি পদে ১১ কর্মকর্তাকে পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ অক্টোবর, ২০১৪ ১৭:৫০:১৫
ঢাকা: পুলিশের ১১ জন অ্যাডিশনাল ডিআইজিকে পদোন্নতি দিয়েছে সরকার। গত ১৫ অক্টোবর এসএসবির বৈঠকে এই কর্মকর্তাদের ডিআইজি পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তারা অ্যাডিশনাল ডিআইজি হিসেবে চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, বিশ্বাস আফজাল, মোশাররফ, সাইফুল আলম, নিবাস চন্দ্র মাঝি, শেখ মারুফ হাসান, সাহাবুদ্দিন কোরাইশী, ব্যরিস্টার মাহবুব, মাহবুব হোসেন, মনিরুজ্জামান, মাহফুজুল হক এবং নুরুজ্জামান।
(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এমএম)