logo ১২ মে ২০২৫
এনবিআরে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ অক্টোবর, ২০১৪ ১৯:০৮:১৮
image

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বড় ধরনের রদবদল হয়েছে। সেন্ট্রাল ইন্টেলিজেন্স বিভাগের মহাপরিচালকসহ ২৭ জন কর কমিশনারকে বদলি করা হয়েছে।



এনবিআর সোমবার বিকালে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানায়। কর প্রশাসনকে শক্তিশালী করার ধারাবাহিকতার অংশ হিসেবে এ রদ-বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


প্রজ্ঞাপনে তিন অতিরিক্ত কমিশনারকে কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আর কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য কর কমিশনার বেলাল উদ্দিনকে সিআইসি সেলের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।


দফতর বদল হওয়া কমিশনাররা হলেন- চট্টগ্রাম কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য রমেন্দ্র চন্দ্র বসাক ঢাকার কর অঞ্চল-২, কর অঞ্চল-১২ কমিশনার নুরুল আলম ঢাকার বৃহৎ করদাতা ইউনিট, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের কমিশনার সৈয়দ মাহবুবুর রহমান কর আপিলাত ট্রাইব্যুনাল ঢাকা, কর আপিল-২ কমিশনার গোলাম নবীকে আপিলাত ট্রাইব্যুনাল ঢাকা, কর অঞ্চল-৯ এর কমিশনার আলমগীর হোসেনকে কর আপিলাত ট্রাইব্যুনাল, বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার সঞ্জিত কুমার বিশ্বাসকে আপিলাত ট্রাইব্যুনাল ঢাকা, কর ট্রাইব্যুনাল থেকে কানন কুমার রায়কে কর অঞ্চল-৭ ঢাকা, ট্রাইবুন্যাল সদস্য রাধেশ্যাম রায়কে কর অঞ্চল খুলনা, সোয়ায়েব আহমেদকে কর আপিল অঞ্চল চট্টগ্রাম, সিলেটের কমিশনার মাদব চন্দ্র দাসকে চট্টগ্রাম আপিলাত ট্রাইব্যুনালের সদস্য করা হয়েছে।


অপর এক আদেশে কর আপিল খুলনার কমিশনার চিন্ময় প্রসুন বিশ্বাসকে ঢাকা কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল, কর অঞ্চল-৭ এর কমিশনার বেগম রওশন আরা আক্তারকে ঢাকা কর আপিল অঞ্চল-১, কাজী ইমদাদুল হককে কর আপিল অঞ্চল-২, দবির উদ্দিনকে চট্টগ্রাম কর অঞ্চল-২, এ কে বোরহান উদ্দিনকে কর অঞ্চল বরিশাল, অপূর্ব কান্তি দাসকে চট্টগ্রাম কর অঞ্চল-১, মাহবুব হোসেনকে কর অঞ্চল গাজীপুর, প্রশান্ত কুমার রায়কে কর আপিল অঞ্চল খুলনা, সেলিম আফজালকে ঢাকা কর অঞ্চল-১৩, নজরুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-৪, বেগম শাহীন আক্তারকে ঢাকা কর অঞ্চল-৯, গোলাম মোস্তফাকে কর অঞ্চল-১২, প্রদ্যুৎ কুমার সরকারকে চট্টগ্রাম কর অঞ্চল-৩, মাহমুদুর রহমানকে সিলেট কর অঞ্চল এবং মোতাহার হোসেনকে কর অঞ্চল কুমিল্লার কমিশনার করা হয়েছে।


এ ছাড়া তিন অতিরিক্ত কমিশনারকে চলতি দায়িত্বে কর কমিশনার করা হয়েছে। তাদের মধ্যে আবদুল বাতেনকে চট্টগ্রাম আপিলাত ট্রাইব্যুনালে, মামুদুর রহমানকে সিলেট ও মোতাহার হোসেনকে কর অঞ্চল কুমিল্লার কমিশনার করা হয়েছে।



(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এমএম)