logo ১৩ মে ২০২৫
রাজউক থেকে প্রকৌশলী বিধান চন্দ্র ধরকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ অক্টোবর, ২০১৪ ১৩:৪৫:২১
image

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) পদে প্রেষণে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিবিল চ:দা:) বিধান চন্দ্র ধরকে  প্রত্যাহার করা হয়েছে। 


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়, রাবধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) পদে প্রেষণে কর্মরত বিধান চন্দ্র ধরকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।


এ ছাড়া ডা: সৈয়দ সুরাইয়া আকবর অধ্যাপক (চলতি দায়িত্ব) মা ও শিশু বিভাগে প্রেষণে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এইচআর/এমএম)