ইক্ষু গবেষণা ইনস্টিটিউটে প্রথম নারী মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ অক্টোবর, ২০১৪ ১৯:৩৭:২২
ঢাকা: বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) নতুন মহাপরিচালক হিসেবে কাজ শুরু করলেন ড. এস এম নুরুন্নাহার। রাষ্ট্রায়ত্ত্ব এই প্রতিষ্ঠানটির শীর্ষ পদে এবারই প্রথম একজন নারীকে নিয়োগ দেয়া হল।
আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগ দেন ড. নুরুন্নাহার। বিএসআরআইয়ের বিজ্ঞানী ও উর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করেন তাকে।
মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ার আগে বিএসআরআইয়ের পরিচালক (গবেষণা) হিসেবে ৩ বছর কাজ করেছেন ড. নুরুন্নাহার।
(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এইচআর/এমএম)