প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ নভেম্বর, ২০১৪ ১৯:০৭:০৫
ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈন উদ্দিন আহমেদকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের উপ-পরিচালক করা হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব এ ওয়াই এম জিয়াউদ্দিন আল-মামুনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ কে এম তারেককে এনজিও বিষয়ক অ্যাসাইনমেন্ট অফিসার করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম গুলশান আরাকে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব পদে ন্যস্ত করা হয়।
খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মো. আশরাফ হোসেনকে গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।
(ঢাকাটাইমস/২নভেম্বর/এইচআর/এমএম)