৩৫তম বিসিএস পরীক্ষা ৬ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ নভেম্বর, ২০১৪ ১৫:৩৪:০১

ঢাকা: ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করছেন ২ লাখ ৪৪ হাজার একশ দুইজন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসি) পরীক্ষা নিয়ন্ত্রক আ.ই.ম নেসার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই দিন ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে সকাল সাড়ে নয়টা থেকে এ পরীক্ষা শুরু হবে।
গত ২৩ সেপ্টেম্বর প্রথম শ্রেণির এক হাজার ৮০৩টি খালি পদে কর্মকর্তা নিয়োগের জন্য ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এবার সাধারণ ক্যাডারের ৪৫৫টি শূন্য পদের মধ্যে বিসিএস প্রশাসনে ৩০০টি পদে, আনসারে ৪টি, হিসাব ও নিরীক্ষায় ৪টি, সমবায়ে ৪টি, ইকোনমিক ক্যাডারে ৪০টি, পরিবার পরিকল্পনায় ১০টি, বিসিএস খাদ্যে ২টি, পররাষ্ট্র ক্যাডারে ২০টি, তথ্য ক্যাডারের ২টি পদে ১১টি, পুলিশে ৫০টি, ডাক বিভাগের ১০টি প্রথম শ্রেণির পদে নিয়োগ দেওয়া হবে।
এছাড়া প্রফেশনাল/ টেকনিক্যাল ক্যাডারের ৪৮৪টি শূন্য পদে এবং সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি কলেজে বিভিন্ন বিষয়ে ৮২৯টি ও সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে বিভিন্ন বিষয়ের ৩৫টি শূন্য পদের বিপরীতে কর্মকর্তা নিয়োগ করা হবে।
৩০ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবরের মধ্যে বিসিএসে অংশগ্রহণের জন্য আবেদন করেন প্রার্থীরা। ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ১৯ মাস পর এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ফলে এবার পিএসসির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক (২ লাখ ৪৪ হাজার ১০৭ জন) প্রার্থী বিসিএসে অংশগ্রহণের জন্য আবেদন করেন।
নতুন নিয়ম অনুযায়ী আগের ১০০ নম্বরের পরিবর্তে এবার প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০০ নম্বরের। এমসিকিউ পদ্ধতিতে দুই ঘণ্টায় এ পরীক্ষা নেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হল, আসনব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলী পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
(ঢাকাটাইমস/৬নভেম্বর/টিএ/এমএম)