logo ১১ মে ২০২৫
স্বাস্থ্যসচিবের পর স্বেচ্ছা অবসরে পিএসসি সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ নভেম্বর, ২০১৪ ০২:০৩:৪২
image

ঢাকা: স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিনের পর মুক্তিযোদ্ধার ভুয়া সনদধারী সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেনও স্বেচ্ছা অবসরের আবেদন করেছেন। বৃহস্পতিবার দুজনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।


এ বিষয়ে আমির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি স্বেচ্ছায় অবসরের আবেদন করেছি।’ তবে কোন কারণে তিনি অবসর নিয়েছেন তা জানান নি।


এর আগে, মুক্তিযোদ্ধার ভুয়া সনদ নেওয়া স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিনও আজ বৃহস্পতিবার সকালে স্বেচ্ছা অবসরের আবেদন করেছেন।


জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, সচিবদের আবেদন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদনের পর এ বিষয়ে আদেশ জারি হবে। আদেশ জারির পরই স্বেচ্ছা অবসরের বিষয়টি কার্যকর হবে।


মুক্তিযোদ্ধা না হয়েও সনদ নেওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদনের আলোকে নিয়াজ উদ্দিন, আমির হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (বর্তমানে ওএসডি) এবং একই মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব (বর্তমানে ওএসডি) আবুল কাসেম তালুকদারের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।


গত ১৩ অক্টোবর এ চার কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। দশ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। গত ২৮ অক্টোবরের মধ্যে নোটিশের জবাব দেন তারা।


(ঢাকাটাইমস/৭নভেম্বর/এমএম)