logo ১১ মে ২০২৫
পুলিশের জনবল সংকট নিরসনে সুপারিশ সংসদীয় কমিটির
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
০৯ নভেম্বর, ২০১৪ ১৯:১০:০৯
image


ঢাকা : রংপুর বিভাগের জন্য চাহিদা অনুযায়ী পুলিশের লোকবল পদায়নসহ পুলিশ বাহিনীর জনবল সংকট নিরসনে দ্রুত নতুন পদ সৃষ্টি এবং নিয়োগের পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

রবিবার সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি টিপু মুনশি এতে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মোজাম্মেল হোসেন, শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, আবুল কালাম আজাদ, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী বৈঠকে অংশ নেন।

বৈঠকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যানবাহন, সড়ক, অতিরিক্ত ওজন পরিমাপ স্কেল, রোড পারমিট কাগজপত্র, পথচারী, আইনগত বিষয়, অনাকাঙ্খিত ঘটনা, মালিক-শ্রমিক সম্পর্ক, ব্যবসায়িক ও যানজট এবং আর্থ সামাজিক বিষয়ে করনীয় সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করা হয়।

এতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সড়কে যান চলাচলের সাথে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরকে সাথে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে করণীয় এবং এর প্রতিরোধের উপায় খুঁজে বের করতে কমিটির সদস্য ওমর ফারুক চৌধুরীকে আহবায়ক এবং মো. ফরিদুল হক খান ও আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট সাব-কমিটি’র প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ মূল কমিটিকে অবহিত করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে মূল কমিটিতে রিপোর্ট আকারে উপস্থাপনের নিমিত্ত সাব-কমিটি’র মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর প্রস্তাব পেশ করলে মূল কমিটির কাছে তা গৃহীত হয়।

বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) গৃহীত কার্যক্রমের মাসওয়ারি হিসাব আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে মাদক আটক ও এর জন্য গৃহীত কার্যক্রমের জেলাওয়ারি হিসাব এবং মামলাগুলোর ডাটাবেজ তৈরী করে কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/এইচআর/এমএটি)