ঢাকা: স্বাস্থ্যসচিব পদে নিয়োগ পেলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজরুল ইসলাম। আর জনপ্রশাসনের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে পিএসসির সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার মুক্তিযোদ্ধার ভুয়া সনদ নেওয়ার অভিযোগে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন স্বেচ্ছা অবসরে গেলে তাদের ওই পদ দুটি খালি হয়ে পড়ে।
অন্যদিকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর শফিক আলম মেহেদীকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদউদ্দিন আহমদ চৌধুরীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব সোহরাব হোসেনকে সচিব পদমর্যাদায় বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর করা হয়েছে।
(ঢাকাটাইমস/৯নভেম্বর/এইচআর/এমএটি)