logo ১১ মে ২০২৫
অসদাচরনের দায়ে কর কমিশনার বোরহান বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১০ নভেম্বর, ২০১৪ ২০:৩৭:৩১
image

ঢাকা: অসদাচারণ ও অকর্মকর্তা সুলভ আচরণের জন্য কর আপিল ট্রাইব্যুনালের সদস্য, কর কমিশনার কে এম বোরহান উদ্দিনকে বরখাস্ত (সাময়িক) করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।


সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধিশাখা-২ (কর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এনবিআর সূত্রে এ সব তথ্য জানা গেছে।


আদেশে বলা হয়েছে, কর আপিল ট্রাইব্যুনালের সদস্য এ কে এম বোরহান উদ্দিনকে অদক্ষতা, অসদাচারণ ও অকর্মকর্তা সুলভ আচারণের জন্য সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।


রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রচলিত আইন অনুসারে তিনি খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


ঢাকাটাইমস/১০নভেম্বর/এইচআর/এআর)