সরিয়ে দেয়া হলো রাজশাহীর পুলিশ কমিশনারকে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ নভেম্বর, ২০১৪ ১৩:৪৫:২৫

ঢাকা:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিজ্ঞানের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম খুন হওয়ার পর সরিয়ে দেয়া হলো রাজশাহীর পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান। অধ্যাপক হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় তাকে সরিয়ে দেয়া হলো। মাহবুবুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসাবে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার শামসুদ্দীনকে রাজশাহীর কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে সোমবার সকাল ১০টায় এ নির্দেশনা দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আ স ম ইমদাদুল দস্তগীর বলেন, জনস্বার্থে পুলিশ প্রশাসনকে আরও গতিশীল করতে এ রদবদল করা হয়েছে।
এদিকে অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় একটি কলেজের অধ্যক্ষসহ মোট ৩৪ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯জনকে আটক করা হয়েছে।
“এদের মধ্যে মতিহার, বোয়ালিয়া, রাজপাড়া ও শাহ মখদুম থানা এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। আর গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও পাঁচজনকে আটক করেছে।"
খুনিদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর নির্দেশের পর পুলিশ শনিবার রাতেই দুই জনকে আটক করে। রবিবার দিনভর আরো ১৩ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন আহমেদের নাম জানা গেলেও বাকিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে।
(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এমএম/এআর/ ঘ.)