মেজর জেনারেল এনায়েত উল্লাহ চা বোর্ডের চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ নভেম্বর, ২০১৪ ১৮:৪০:২৪
ঢাকা: সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো: এনায়েত উল্লাহকে চা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। চা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে থাকা সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আব্দুস সালাম খানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।
একই সাথে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার এডমিরাল রিয়াজউদ্দিন আহমেদকে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে প্রেষণে থাকা নৌবাহিনীর কর্মকর্তা কমডোর এম হাবিবুর রহমানকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এইচআর/ এআর/ ঘ.)