logo ১১ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ নভেম্বর, ২০১৪ ১৮:১৯:২০
image

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ অতুল মণ্ডলকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত  করা হয়েছে ।


আজ মঙ্গলবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম ঈশিতা রনিকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বেগম সালমা মমতাজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বেগম আসমা তামকিন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. সবুর হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলির আদেশাধীন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) বেগম আয়েশা আক্তার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব বেগম নুজহাত ইয়াসমিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বদলীয় করা হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. কামরুল ইসলাম শিল্প মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) এবং সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব বেগম সাজিয়া জামান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া ছয় উপজেলা নির্বাহী অফিসারকে বিভিন্ন বিভাগীয় কমিশনার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এইচআর/এমএম)