logo ১১ মে ২০২৫
রাজউক চেয়ারম্যানকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ নভেম্বর, ২০১৪ ১৭:৪২:০৫
image

ঢাকা: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারমান মো. আব্দুস সামাদকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়েছে। এছাড়া ৫ উপজেলা নির্বাহী অফিসারকেও বদলি করা হয়েছে।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।


কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।


রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা নির্বাহী অফিসার নাসির উদ্দিন মাহমুদকে উপজেলা নির্বাহী অফিসার পদে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম ফারহানা ইসলামকে উপজেলা নির্বাহী অফিসার পদে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


খুলনা আরপিএটিসি সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন খানকে উপজেলা নির্বাহী অফিসার পদে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলামকে সিনিয়র সহকারী সচিব হিসেবে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) কার্যালয়ে বদলি করা হয়েছে।


বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাদিরা আক্তারকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে একই পদে ন্যাস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/২০নভেম্বর/এইচআর/এমএটি)