শিক্ষা বোর্ডে প্রেষণে থাকা কর্মকর্তাদের বদলির সুপারিশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ নভেম্বর, ২০১৪ ১৮:২৪:৩৮

ঢাকা: বিভিন্ন শিক্ষা বোর্ডে কলেজ ও স্কুল পরির্দশক পদে প্রেষণে তিন বছরের বেশি কর্মরত কর্মচারীদের দ্রুত বদলির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৭ম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. আফছারুল আমিন বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মো. ছলিম উদ্দিন তরফদার, গোলাম মোস্তফা, এস. এম. আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু।
বৈঠকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রে ছাত্র/ছাত্রীদের সময় এবং অর্থের অপচয় রোধে ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন এর তত্ত্বাবধানে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে অভিন্ন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করণের জন্য প্রতিষ্ঠানের অবস্থান ও ফলাফলের ভিত্তিতে একটি নীতিমালা দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।
বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের জমি সম্পর্কিত যে সকল তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে উপস্থাপন করা হয়েছে সেই সমস্ত জমির দলিল এবং নামজারির কাগজপত্র দ্রুত কমিটিকে অবহিত করার বিষয়ে ইউজিসিকে দিতে বলা হয়।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এইচআর/এমএম)